স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ড ২৯ মে মঙ্গলবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিতরন করা হয়।
এর মধ্যে বয়স্ক ২৬টি, বিধবা ৭টি এবং প্রতিবন্ধী ৪ টি মোট ৩৭টি কার্ড বিতরন করা হয়েছে।
ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় কার্ড বিতরন করেন অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার এসব কার্ড বিতরন করে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন। ইউনিয়নে এসব ভাতার কার্ড পাওয়ার জন্য বহু লোক রয়েছে। বহু যাচাই করে আপনাদের কার্ড দেওয়া হয়। আপনারা কোন অবস্থাতে এই কার্ডটি হারাবেন না অথবা কারো কাছে হস্তান্তর করবেন না। বিনা মূল্যে পেয়েছেন ভেবে নষ্ঠ করবেন না। সরকার ধারাবাহিকভাবে এলাকার গরীব অসহায় লোকজনের মাঝে এই কার্ড বিতরন করে আসছেন । যারা পাবার যোগ্য তারা পরপর ধারাবাহিক ভাবে এই কার্ড পাবেন। তিনি বলেন, যদি এই কার্ড দেওয়ার নাম ভাঙ্গিয়ে কেউ অর্থ নেন তাহলে ইউনিয়ন পরিষদকে অবহিত করুন। অর্থ ফেরতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারন শাহমহামুদপুর ইউনিয়ন পরিষদ সব সময় জনগনের জন্য কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য নাজির হোসেন, বিলকিছ আক্তর। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, ইউনিয়ন সমাজ সেবা কর্মকর্তা শাহানাজ আক্তার, হিসাব সহকারী আবুল হোসেন, ইউপি সদস্য সফিক ক্বারী, আবু সাঈদ হাওলাদার, আনোয়ার হোসেন খোকা পাটওয়ারী, মনিরুজ্জামান পাটওয়ারী , মহিলা সদস্য ফিরোজা বেগম, পারুল আক্তার প্রমূখ।