স্টাফ রিপোটার : শাহরাস্তিতে ইয়াবা ট্যাবলেটসহ সালেহা বেগম (৩৩) নামে এক নারী আটক করেছে পুলিশ।
রোববার (২৩ সেপ্টেম্বর) রাত এগারোটা শাহরাস্তি পৌরসভার শ্রীপুর মিয়াজী বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে পৌরসভার শ্রীপুর মিয়াজী বাড়ি সুমনের স্ত্রীকে ইয়াবাসহ আটক করে।
এ ঘটনায় সালেহার বিরুদ্ধে শাহরাস্তি থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।