মনিরুজ্জামান বাবলু : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ভাটুনী খোলা গ্রামের গৃহবধূ ৩ সন্তানের জননী কুহিনুর বেগমকে কুপিয়ে হত্যাকারী মূল ঘাতক জহিরুল ইসলামকে শুক্রবার রাতে চট্রগ্রাম থেকে আটক করে পুলিশ। বিষয়টি শনিবার সকালে নিশ্চিত করেছেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম।
এদিকে স্ত্রী হত্যার পর তিন সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন প্রবাসী স্বামী আরিফুল ইসলাম। পুলিশ ঘটনার পরপরই জহিরুল ইসলামের মা বাবা ও ভাইকে আটক করে জেলহাজতে প্রেরণ করেন।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত ২টায় সিঁদ কেটে জহির নামে বাড়ির সম্পর্কের এক ভাসুর ঘরে ঢুকে ছুরি দিয়ে জখম করে কোহিনুরকে। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর অবশেষে ২২ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোহিনুর মৃত্যুবরণ করেন।