শাহরাস্তিতে মাদক বিরোধী অভিযানে আটক ২

স্বপন কর্মকার মিঠুন শাহরাস্তি থেকে : চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসাবে শনিবার (২৬ মে) অভিযান পরিচালনা করে দু’মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছ।

আটককৃতরা হলেন, শাহরাস্তি হোসেনপুর এলাকার মৃত আবদুল মুমিনের ছেলে মো. নজরুল ইসলাম নাজির (৩০), কাজিরকাপ এলাকার আ: ছাত্তারের ছেলে মো. শাহআলম (৪৫)।

থানা সূত্রে জানা যায়, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই- নাসির উদ্দিন, এসআই- মিজানুর রহমান, এসআই- নজরুল, এসআই-কুতুব উদ্দিন, এএসআই- ওমর ফারুক, আবু হানিফ, দুলাল মিয়া, সুলেমান ভূইয়া এবং সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার হোসেনপুর বাজার হইতে পেশাদার মাদক ব্যবসায়ী মো. নজরুল ইসলাম নজির (৩০), কে আটক করেছে। এসময় তার কাছ থেকে ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাহার বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং- ২৭, তাং- ২৬/০৫/১৮, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৯(১) এর ৭(ক) রুজু করা হয়েছে।

অপরদিকে, এসআই নাসির উদ্দিন, এসআই মিজানুর রহমান, এসআই- নজরুল, এসআই-কুতুব উদ্দিন, এএসআই- ওমর ফারুক, আবু হানিফ, দুলাল মিয়া, সুলেমান ভূইয়া এবং সঙ্গীয় ফোর্সসহ শাহরাস্তি থানার শাহপুর চৌরাস্তা মোড় হইতে তালিকাভূক্ত পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাহআলম (৪৫), কে আটক করেছে।

সে একাধিক মাদক মামলার আসামী। তার বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং- ২৬, তাং- ২৬/০৫/১৮, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯(১) এর ৯(ক)/২৫ রুজু করা হয়েছে।

একই রকম খবর

Leave a Comment