শাহরাস্তিতে মুক্তিযোদ্ধা অ্যাড. মফিজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শাহরাস্তি প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুল ইসলাম মজুমদার (৬৫) গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় শোরসাক অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়।

জানাযায় পূর্বে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ্ব তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারী ও অ্যাড. মুজিবুর রহমান ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক অ্যাড. বাবু রণজিৎ রায় চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেন চেয়ারম্যান। এদিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মরহুম এড. মফিজুল ইসলাম মজুমদারের জানাযা শেষে মরহুমের কফিনে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক, আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল। এসময় চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের বিদায় শান্তি কামনা করেন।

মরহুম অ্যাডভোকেট মফিজুল ইসলাম মজুমদার শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরসাক মজুমদার বাড়ীর মরহুম ডাঃ জয়নাল আবেদীন মজুমদারের বড় ছেলে, শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

মরহুমের পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেল সাড়ে ৩ টায় ঢাকার বনশ্রী তার নিজ বাসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন) । মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে-৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১ টায় শোরসাক অবস্থিত চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে দাফন করা হয়।

একই রকম খবর