বিশেষ প্রতিনিধি: চাঁদপুর জেলাধীন শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও ভুঁইয়া বাড়ীর বাবুল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে শাহরাস্তি থানা পুলিশ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক মোঃ মাহদী হাসান ও সঙ্গীয় ফোর্স নোয়াগাঁও ভুঁইয়া বাড়ীর বাবুল হোসেনের বসত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় বিশারা মুন্সী বাড়ির মৃতঃ শফি উল্যাহর পুত্র মোঃ মোজাম্মেল হোসেন (৩৮), নোয়াগাঁও ধোয়া বাড়ির মৃতঃ আনোয়ার হোসেনের পুত্র মোঃ আলী আক্কাস (৩৯), আরফান বাড়ির আজমল হকের পুত্র মোঃ সবুজ (৩১) ও বিশারা মোল্লা বাড়ির মৃতঃ আঃ রহিমের পুত্র মোঃ শহিদ উল্যাহকে (৫৯) গ্রেফতার করেছে।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, জুয়া খেলার আইনের ৪ ধারায় গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।