শাহরাস্তি সংবাদদাতা: চাঁদপুরের শাহরাস্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক মোঃ জুলফিকার আলী বৃহস্পতিবার রাতে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাঁকৈরতলা এলাকায় অভিযান চালান। ওই সময় আদালতের ৫ বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী একই ইউনিয়নের খনেশ্বর গ্রামের সফিকুর রহমানের পুত্র মোঃ বাহারকে গ্রেফতার করেন।
শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, গ্রেফতার বাহারের বিরুদ্ধে ২০০৩ সালের একটি মামলায় আইন শৃঙ্খলা বিঘ্নের অপরাধে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২ বছরের অর্থদন্ড রয়েছে।