শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিন্টু ,সম্পাদক আনোয়ার

শাহরাস্তি সংবাদদাতা : গতকাল সোমবার বিকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সম্মেলনে শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে কামরুজ্জামান মিন্টু ও সাধারণ সম্পাদক জেডএম আনোয়ারকে ঘোষণা করেন জেলা আওয়ামীলীগ।সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।

প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, বিভাগীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য এ্যড. নূরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির আহমেদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।

 

একই রকম খবর