চাঁদপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহাজাহান বেপারীকে মাদক বিক্রিকালে গণধোলাই

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান বেপারী(৪৮)কে মাদক বিক্রি কালে স্থানীয় জনতা আটক করে গণধোলাই দিয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে তাকে পুলিশে সোপর্দ করেছে।

শুক্রবার ভোর রাতে চাঁদপুর সদর উপজেলা ১০ নং লক্ষিপুর মডেল ইউনিয়নের শ্রীরামপুর গ্রাম থেকে শাহজাহান বেপারীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে।

জানা যায়, চাঁদপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী শাহজাহান ব্যাপারী দীর্ঘদিন যাবত ইয়াবা গাঁজা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। মাদকের টাকায় এলাকায় আলিশান বাড়ি ও নামে-বেনামে সম্পত্তি ক্রয় করেছে। গ্রাম অঞ্চলে অবস্থান করে সে মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। পুলিশ এর পূর্বে তাকে গাঁজা ও ইয়াবাসহ আটক করেছে। জেল থেকে বেরিয়ে এসে সে পুনরায় ইয়াবা বিক্রি শুরু করেছে।

অবশেষে লক্ষিপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম খানের নির্দেশে ওয়ার্ড মেম্বার মোহাম্মদ হোসাইন স্থানীয় জনতাদের সাথে নিয়ে ইয়াবা বিক্রির সময় শাজাহান ব্যাপারেকে হাতেনাতে আটক করে। এ সময় ক্ষিপ্ত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুরান বাজার পুলিশ ফাঁড়ির এসআই পলাশ বড়ুয়া ও এ এস আই মজিবুর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক সম্রাট শাজাহান ব্যাপারীকে আটক করে। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায়, মাদক সম্রাটকে আটক করে স্থানীয়রা প্রথমে উত্তম-মধ্যম দেয়। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার এর উদ্যোগে মাদক নির্মূলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকা মাদক ব্যবসায়ীরা গা ঢাকা দিয়েছে। মাদক ব্যবসায়ী শাহজাহানকে তারা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম খবর