শাহ্তলীতে আহমেদ হোসাইন রুশদীর স্মরণে আলোচনা সভা

মোঃ রানা সরকার ঃ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী, যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও স্বর্ন পদকপ্রাপ্ত মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদীর ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২০জুন বুধবার সকাল সাড়ে ১০টায় জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এর পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মাইক্রোফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেষ্টর বিশিষ্ট শিল্পপতি ডষ্টর কামরুজ্জামান কায়সার।
ঢাকা মাইক্রোফাইবার গ্রুপের ফাইন্যান্স ডিরেষ্টর এবং বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাবিদ ডষ্টর কামরুজ্জামান কায়সার তার বক্তব্যে বলেন এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ছিলেন সমাজের জন্য একজন নক্ষত্র। তিনি শিক্ষার আলোয় আলোকিত করেছেন শাহতলী এলাকাসহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল। কর্মজীবনে সরকারি চাকুরীজীবি হওয়া স্বত্ত্বেও তিনি প্রতিষ্ঠা করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান সাহেব রুশদী সাহেবের ঘনিষ্ট বন্ধু ছিলেন। আমরা হারিয়েছি একটি রক্ত, এই রক্ত যদি আরও কিছুসময় আমাদের মাঝে থাকতো তাহলে আমরা আরো অনেক কিছু পেতাম।
অনুষ্ঠানে তিনি আরও বলেন এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের স্বপ্ন বাস্তবায়নে এই অঞ্চলকে সুশিক্ষায় গড়ে তুলতে তার সুযোগ্য উত্তর সুরী বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক সোহেল রুশদী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউদ্দিন।
চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সফিউদ্দিন তার বক্তব্যে বলেন আপনাদের যে আয়োজন এটা একটি মহৎ উদ্যোগ। প্রতিষ্ঠাতার বদৌলতে শাহতলী এলাকায় শিক্ষার আলো ছড়িয়েছে। তিনি আরও বলেন মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি তার জীবন যুদ্ধে লড়াই করে নিজেকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জিলানী চিশতী কলেজ গভনির্ং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী নিজের জীবন যৌবন বিসর্জন দিয়ে প্রতিষ্ঠা করেছেন অসংখ্য প্রতিষ্ঠান। তিনি ছিলেন প্রতিষ্ঠান গড়ার কারিগর। শাহতলীসহ সারা দেশে তিনি প্রতিষ্ঠা করেছেন অগনিত শিক্ষা-প্রতিষ্ঠান। ধর্মীয়, নারী শিক্ষা ও সহশিক্ষা প্রসারে তিনি ছিলেন এক নিবেদিত প্রান।
এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বক্তব্য রাখেন শাহতলী কামিল এম এ মাদরাসার নবাগত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: মোশাররফ হোসেন তালুকদার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হুমায়ুন কবির তালুকদার, মরহুমের ছেলে মো: আবুল বাশার রুশদী, ছোট ছেলে মো: আবুল হাশেম রুশদী,জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: জিয়াউর রহমান, মো: জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারি শিক্ষক সোহরাব হোসেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, যুবলীগ নেতা আবুল কাশেম ক্বারী, অভিভাবক শহীদুর রহমান মুন্সি প্রমুখ ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো: আমিনুল ইসলাম, মরহুমের ছেলে রেডিশন হোটেলের উর্ধ্বতন অফিসার মো: আবুল কালাম রুশদী ,শাহ্তলী জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক সাহেরা আক্তার, সহকারি অধ্যাপক আলেয়া চৌধুরী, মো: কামরুল হাসান, প্রভাষক মো: নুরুল বাতেন, ছোহাইল আমাদ চিশতী, মিসেস শামীমা আক্তার, নুরুন্নাহার বেগম মুক্তা, ফারজানা আক্তার, মো: মানিক মিয়া, মো: হাবিবুর রহমান, মো: শাহাদাৎ হোসেন, মো: মাহবুবুর রহমান, প্রদর্শক মো: মুঞ্জুর হোসেন পাটওয়ারী, জিলানী চিশতী বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, সহকারি শিক্ষিকা মিসেস রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মো: বিপুল চন্দ্র নন্দী, খন্ডকালনি সহকারি শিক্ষক মো: মসিউর রহমান, মো: মামুন হোসেন, সহকারি লাইব্রেরীয়ান মো: রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাহিনা আক্তার, নাজিয়া মাহবুব, তানজীনা বেগম, মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ফাতেমা বেগম, আয়শা আক্তার, মহসিনা আক্তার, মো: নজরুল ইসলাম, তানজীনা খানম কলেজ অফিস ইনচার্জ মোঃ রানা সরকার প্রমূখ।

একই রকম খবর

Leave a Comment