চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গাজি বাড়ির বাদশা গাজী গত ১৩ নভেম্বর রাত পৌনে ১১ টায় ঘোষেরহাট-শাহতলী রাস্তার শাহতলী কাবিল খাঁন বাড়ির সামনে সিএনজি চালিত স্কুটারের সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চাঁদপুর আড়াই শয্য বিশিষ্ট সদর হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ভুগছে।
উন্নত চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের আকুল আবেদন করেছেন তার পরিবার।
তার পুরো নাম : জাহাঙ্গীর বাদশা। পিতাঃ মৃত-ইমাম হোসেন গাজী। মাতাঃ মৃত-আছমতি বেগম। গ্রামঃ বড় শাহতলী। পোঃশাহতলী বাজার। সদর উপজেলা, চাঁদপুর। এ পর্যন্ত চিকিৎসা করাতে ৮০হাজার টাকা গেছে । কিন্তু এখন আর অর্থাভাবে চিকিৎসা দিতে পারছে না ।
আপনার সাহায্যে বাঁচতে পারে দরিদ্র, নিরুপায় বাদশার জীবন। তার জীবন বাঁচাতে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন। তার পা ভেঙ্গে গেছে। তিনি দাঁড়াতে পারে না। বর্তমানে তার পায়ে মারাত্মক ইনফেকশন শুরু হয়েছে। জরুরি ভিত্তিতে তাকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায়, তার জীবন নাশের আশংকা রয়েছে।
দিনি দিন তার শারীরিক সমস্যা আরো জটিল থেকে জটিলতর হচ্ছে। কিন্তু টাকার অভাবে তার চিকিৎসা বর্তমানে বন্ধ রয়েছে। এই ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করে তার দরিদ্র পরিবার আজ নিঃস্ব প্রায়। এখন আর তার পরিবারের পক্ষে চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। অতি কষ্টে দিন কাটান দরিদ্র অসহায় বাদশা।
ভিটাটুকু ছাড়া তার সহায়-সম্বল বলতে কিছুই নেই। এমতাবস্থায় তার অসহায় ও নিরুপায় পরিবার সুচিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সাহায্য কামনা করেছেন। অসহায় বাদশার চিকিৎসার সাহায্য দিতে সরাসরি যোগাযোগ।