জিলানী চিশতী উবিতে শিক্ষকদের সাথে সভাপতির মতবিনিময়

মো: রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ মে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিদ্যালয়ের সভা কক্ষে প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

মতবিনিময় সভায় জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, শিক্ষা বিস্তারে জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় এলাকায় সুনাম অর্জন করেছে। বিদ্যালয়ের ফলাফল ভালো করার জন্য শিক্ষকদের শ্রেনীকক্ষে ভালোভাবে পাঠদান করতে হবে। সাপ্তাহিত টিউটরিয়াল পরীক্ষা নিতে হবে। এ বিদ্যালয়ের শিক্ষকরা খুবই মেধাবী ও দক্ষ। ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়মুখী করতে হবে । আগামীতে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ করা হবে । এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক মো: রফিকুল ইসলাম তালুকদার, ধর্মীয় শিক্ষক মাওলানা শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, খন্ডকালীন সহকারি শিক্ষক মো: মামুন হোসেন, কম্পিউটার অপরেটর মো: মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের কম্পিউটার অপারেটর মো: রানা সরকার প্রমূখ।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার। তিনি সমাপনী বক্তব্যের মাধ্যমে মত-বিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।

একই রকম খবর

Leave a Comment