স্টাফ রিপোর্টার : বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষানবশী বিভিন্ন বিসিএস ক্যাডারগন চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নস্থ শাহতলী ভূমি অফিস পরিদর্শণ করেছেন।
সোমবার বেলা ১১টায় তারা শাহতলী ভূমি অফিসে গিয়ে আগত সেবা প্রত্যাশিদের সাথে কথা বলে এবং ভূমি অফিসের সার্বিক খোঁজ খবর নেন।
এ সময় কৃষি বিয়ষক সম্প্রসারন কর্মকর্তা তফু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার জাহিদ আহসান, সহকারী কমিশনার আছসা জাহান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা হোসনে য়ারা খাতুন, মাহবুব আলম, মোঃ রাকিবুল হাসার, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মোঃ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষানবশী বিভিন্ন বিসিএস ক্যাডারগনকে সার্বিক বিষয়টি অবহিত করেন জেলার শ্রেষ্ট চেয়ারম্যান ও মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ইউপি সচিব আবু বকর মানিক ।