চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তৌফিক নেওয়াজের সুস্থতা কামনা করে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার ( ২১ জুলাই ) বিকেলে শহরের কালেক্টররেট মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোশারফ হোসেন।
মিলাদ পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী। দোয়া ও মোনাজাতে অংশ নেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত , সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, শরীফ চৌধুরী ,ইকবাল হোসেন পাটওয়ারী, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মিলন, জিএম শাহিন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল আওয়াল রুবেল, দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান সুমন, ক্রীড়া সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম , গনমাধ্যমকর্মী অধ্যাপক দেলোয়ার হোসেন, আজীবন সদস্য এমআই মমিন খান ,আবদুর রহমান গাজী, এস এম সোহেল সহ স্থানীয় মুসল্লি ও গনমাধ্যমকর্মীগন।
দোয়া অনুষ্ঠানে প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নানের রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।