শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ফারুক আহমেদ কাকনের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে টানা ৪র্থ বারের মতো নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এবং চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব ফারুক আহমেদ কাকন।

এক কৃতজ্ঞতায় তিনি বলেন, মহান আল্লাহ তায়ালার কাছে লাখো শুকরিয়া। চাঁদপুরের গর্ব, মেঘনা পাড়ের উন্নয়ন কন্যা মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে চতুর্থবারের মতো কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, গতকাল ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে চারজন যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা হলেন, মাহবুবুল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ ও বাহাউদ্দিন নাছিম।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দ্বিতীয় দিন শনিবার সকাল সাড়ে ১০টা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কাউন্সিল অধিবেশন শুরু হয়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সারাদেশ থেকে দলের সাড়ে সাত হাজার কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয় এ অধিবেশন।

এর আগে আওয়ামী লীগের নবম বারের মতো সভাপতি হিসেবে শেখ হাসিনা ও দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসাবে ওবায়দুল কাদের পুননির্বাচিত হন।

একই রকম খবর