শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি আজ চাঁদপুর আসছেন

চাঁদপুর খবর রির্পোট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি ১দিনের সফরে আজ ১১সেপ্টেম্বর (রবিবার) চাঁদপুর আসছেন।

গত ১০সেপ্টেম্বর (শনিবার) মাননীয় শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আবু আলী মো: সাজ্জাদ হোসেন এর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

সফরসূচীর মধ্যে রয়েছে: ১১সেপ্টেম্বর (রবিবার) সকাল ৭টায় সড়ক পথে ঢাকা হতে চাঁদপুরের হাইমচর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।

সকাল ১০টায় চাঁদপুরের হাইমচর উপস্থিত ও নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। একই দিন সকাল সাড়ে ১০টায় হাইমচর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করবেন। সকাল ১১টায় চাঁদপুরের হাইমচর উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

এদিন দুপুর ২টা ৩০মিনিটে ঢাকা কেরানীগঞ্জের নালন্দা স্কুলে উপস্থিত থাকবেন। বিকাল ৩টায় নালন্দা উচ্চ বিদ্যালয়ের দ্বার উদঘাটন অনুষ্ঠানে যোগদান করবেন।

বিকাল ৫টায় কেরানীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা হেয়ার রোডস্থ বাসভবনে প্রত্যাবর্তন করবেন।

একই রকম খবর