চাঁদপুর খবর রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) চাঁদপুর আসছেন।
আজ সকাল ৬টায় ঢাকার উত্তরার বাসা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হবেন। সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সার্কিট হাউজে উপস্থিত ও গার্ড অব অনার প্রদান করা হবে।
এদিন সকাল ৯টা ৪৫ মিনিটে চাঁদপুর স্টেডিয়াম মাঠে প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করবেন। এদিন দুপুর ১২টায় চাঁদপুর হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টায় ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটে উপস্থিত থাকবে।