চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে ক্ষুদ্র নৃ- জনগোষ্ঠী, জাতিসত্ত্বা ও ক্ষুদ্র সম্প্রদায়ভূক্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি এবং জীবনমান উন্নয়নখাতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমাবর (২৭ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ চেক বিরতণ করা হয়।
সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, ঢাকা হতে চাঁদপুর জেলায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠী, জাতিসত্ত¡া ও ক্ষুদ্র সম্প্রদায়ভূক্ত কলেজ, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৩ জন ত্রিপুরা শিক্ষার্থীকে এককালীন ৪ হাজার টাকা করে মোট ৫২ হাজার টাকা শিক্ষা উপবৃত্তি এবং জীবনমান উন্নয়নখাতে ৪ টি ত্রিপুরা পরিবারকে এককালীন ৪ হাজার টাকা করে মোট ১৬হাজার টাকা অনুদান বরাদ্দ দেয়া হয়।
এসময় চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শওকত ওসমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, চাঁদপুর সদর উপজেলার ইউএনও কানিজ ফাতেমা, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর চেম্বার অব কমার্স এর সাবেক সভাপতি সুভাষ চন্দ্র রায় সংশ্লিষ্টদের হাতে অনুদানের চেক তুলে দেন। এসময় সাথে ছিলেন চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার।