স্টাফ রিপোর্টার : চাঁদপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের বাকবিতন্ডা হয়েছে। গতকাল রবিবার ছাত্ররা চাঁদপুর সরকারি কলেজ মাঠে জমায়েত হয় ।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে বের হলে মহিলা কলেজের সামনে পুলিশি বাধার মুখে পড়ে। পরে পুলিশ বুঝিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে।
ছাত্ররা পুনরায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ একত্রিত হয়ে মিছিল করার চেষ্টা করলে আবারো পুলিশি বাধাঁর সম্মুখীন হয়্। পরে মিছিল নিয়ে পুনরায় কলেজে গেলে সেখানে বিপুল সংখ্যক পুলিশের বেষ্টণীতে পড়ে। তখন আবারো পুলিশের সাথে শিক্ষার্থীরা বাকবিতন্ডায় লিপ্ত হয়। প
রে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আবদুল্লা আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)^ জামাল হোসেন, এনডিসি সাইফুর রহমান, সদর উপজেলা ভূমি কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী শিক্ষার্থীদের বুঝিয়ে ও শান্তনা দিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে ফেরত পাঠায়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন রযেছে।