চাঁদপুরে স্বাধীনতার সোনালী সুদিনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥ চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস এবং বাঙালি জাতির হাজার বছরের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে। তবেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুখী-সমৃদ্ধ-উন্নত বাংলাদেশ নির্মাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।

বাঙালি জাতি বীরের জাতি, আত্মমর্যাদাশীল জাতি, ভিক্ষুকের জাতি নয়। এ কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। বিদেশীদের উপর নির্ভর করার দিন শেষ হয়ে গেছে। এখন আমরা আমাদের নিজেদের শক্তি, সম্পদ, মেধা কাজে লাগিয়ে উন্নয়নশীল দেশকে উন্নত দেশে পরিণত করবো। এ জন্য দরকার মুক্তিযুদ্ধের চেতনায় জাতীয় ঐক্য।

শনিবার বিকেলে চাঁদপুর জেলা পরিষদ হলরুমে স্বাধীনতার সোনালী সুদিন সংগঠনের অসহায় ও মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

একই অনুষ্ঠানে মাদক ও জঙ্গিবাদ বিরোধী মুক্ত আলোচনাও অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা শিক্ষাবিদ ও রাজনীবিদ শহীদুল্লাহ মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন, আশিকাটি ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান। সোনালী সুদিন সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান এম এ হানিফ অনুষ্ঠান পরিচালনা করেন।

একই রকম খবর

Leave a Comment