চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান

প্রেস বিজ্ঞপ্তি ঃ চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে সাধারণ ছাত্র-ছাত্রীরা যেসব দাবি উত্থাপন করেছে সেগুলো যৌক্তিক। এ কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। তাই এখন আর এ নিয়ে আন্দোলন-সংগ্রামের কোনো প্রয়োজন নেই। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তোমাদের হাতে। তোমরাই জাতির ভবিষৎ, গুজবে কান দিয়ে নিজের ও দেশের ক্ষতি করো না। ফেইসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে এখন নানা গুজব রটানো হচ্ছে। এসবে তোমরা বিভ্রান্ত হবে না। প্রয়োজনে কোনো বিষয়ে জানতে চাইলে বা বুঝতে চাইলে নিজের বাবা-মা ও শিক্ষকদের সাথে পরামর্শ করবে। তারাই তোমাদের প্রকৃত বন্ধু ও উত্তম পথনির্দেশক।

মঙ্গলবার সকালে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের এসেম্বলীতে যোগ দিয়ে তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য তিনি শিক্ষকদের প্রতি আহŸান জানান।

এরপর চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে যান জেলা পরিষদ চেয়ারম্যান। সেখানে তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে সাথে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে নিরাপদ সড়ক নিশ্চিতকল্পে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

এছাড়া মাদক বিক্রির প্রতিবাদ করতে যেয়ে সন্ত্রাসী হামলায় আহত আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রফিক খানকে দেখতে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে যান জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি আহত নেতার শয্যাপাশে কিছু সময় অতিবাহিত করেন এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তার চিকিৎসা বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক, সিভিল সার্জন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকের সাথেও কথা বলেন জেলা পরিষদ চেয়ারম্যান। এ বিষয়ে আইনী যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য তিনি পুলিশ সুপারকেও ঘটনাটি অবহিত করেন।

একই রকম খবর

Leave a Comment