প্রেস বিজ্ঞপ্তি ॥ চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী জাফর আহমেদ এর উদ্যোগে এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের (BVD)এ র সহযোগিতায় এবং মোহনা মিলি আফরিনের প্রচেস্টায় স্কুল অব হিউম্যানিটি চাঁদপুর শাখার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে গত বৃহস্পতিবার (৫ জুলাই) দুপুরের খাবার বিতরণ করা হয়।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা অফিসার কাজী জাফর আহমেদ সুবিধা বঞ্চিত শিশুদেরকে নিয়ে কিছু সময় কাটান এবং ভলান্টিয়ারদের উদ্দেশ্যে বলেন জীবিকার তাগিদে ঝরে পড়া শিশুদের স্বাক্ষর জ্ঞান দান করা এবং তাদের বিদ্যালয় মুখী করতে যেন ভলান্টিয়াররা কাজ করে। পথ শিশুদের শিক্ষা দানে উৎসাহিত করা এবং ঝরে পড়ার হার রোধে সরকারের এসডিজি বাস্তবায়নে সহায়তা করে পথ শিশুদের বিদ্যালয় মুখী নিশ্চিত করতে যেন সহায়তা করেন।
তিনি তাদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন-যারা বিনা বেতনে বাবার পকেটের টাকা খরচ করে, নিজেদের পকেট খরচ বাঁচিয়ে দেশের গরীব দু:খীদের সন্তানদের জন্য এমন মানবিক ও সামাজিক কর্মকান্ডে এগিয়ে এসে কাজ করে যাচ্ছেন। এই সময় উপসস্থিত ছিলেন স্কুল অফ হিউম্যানিটি চাঁদপুর শাখার শিক্ষকগণ।