শাহমাহমুদপুরে শিশু ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুরে শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে । এ ঘটনায় সোমবার (২ জুলাই) এলাকাবাসীর সহযোগিতায় শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রাম থেকে শিশুকে (১৩) উদ্ধার করেছে ও অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য চাঁদপুর মডেল থানায় নেয়া হয়েছে।আটককৃতদের বাড়ী হাজীগঞ্জ বাকিলায় ।তাদের পরিচয় জানা যায়নি ।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন, চাঁদপুর মডেল থানার এসাআই ফজলু। তিনি শিশুকে উদ্ধার করে অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।

ঘটনা সূত্রে জানা যায়, ধর্ষণকৃত শিশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের লধেরগাঁও গ্রামে । সে হাজীগঞ্জ বাকিলায় একটি গৃহে কাজ করতেন। ওই গৃহে কাজ করা অবস্থায় শিশুটি ধর্ষণ হয়।

ধর্ষণের বিষয়টি দৈনিক চাঁদপুর খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বপন মাহমুদ।তিনি জানান,বিষয়টি এলাকাবাসী আমাকে জানিয়েছে । তবে শিশুটির পরিবার একেবারেই গরীব । তারা যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে পুলিশকে অনুরোধ করেছি ।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার এসআই ফজলু গতকাল রাতে দৈনিক চাঁদপুর খবরকে জানান, শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও থেকে একজন শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশুটি ধর্ষন হয়েছে কিনা তা এই মুহুর্তে বলা যাচ্ছে না । জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তদেরকে থানায় আনা হয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পরামর্শ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

একই রকম খবর