স্বপন কর্মকার মিঠুন/রফিকুল ইসলাম পাটওয়ারী ঃ শাহরাস্তিতে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ার শফিকুর রহমানের উদ্যোগে এক শোক র্যালি- মিলাদ মাহফিল -আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে ।
গত বুধবার বিকেলে সাড়ে ৫টায় শাহরাস্তি উপজেলা সংলগ্ন তার বাস ভবনে এটি অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা আওয়ামীলীগের ও জেলা পরিষদ সদস্য মোঃ হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রকি ও যুবলীগ নেতা পলাশের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সম্ভাব্য হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ চাঁদপুর জেলা কমিটির উপদেষ্টা সদস্য ও ইঞ্জিনিয়ার মোঃ শফিকুর রহমান ।
ইঞ্জিনিয়ার শফিকুর রহমান বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ শান্তি প্রীয় ও শৃংখলাবদ্ধ দল। আমাদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় এক কথা বলেন, আমাদের মধ্যে ঐক্য আর শৃংখলা থাকতে হবে। আজকের দিনটি বাঙ্গালী জাতির জন্য একটি শোকাহত দিন। স্বাধীনতার ষড়যন্ত্রকারীরা চেয়েছিলেন বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারকে হত্যা করে এ দেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে। এ আসন থেকে যারা প্রার্থী হচ্ছেন তারা সবাই যোগ্য ও সম্মানিত। আমি যা করছি তা কাউকে বিব্রত করার জন্য নয়। আমার লক্ষ্য ও উদ্দেশ্য ২০১৯ সালের নৌকার বিজয় নিশ্চিত করা। আগামীতে বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবেন আমরা সবাই তাঁর হয়ে কাজ করবো বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারেফ হোসেন পাটওয়ারী মশু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তুষার, উপজেলা আওয়ামীলীগের নেতা নেছার আহম্মদ পাটোওয়ারী, টামটা দক্ষিন ইউপি চেয়ারম্যান জহিরুল আলম মানিক ঢাকা মহানগর উত্তর তাঁতীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আব্দুল করিম মজুমদার, দপ্তর সম্পাদক মোঃ শফিউল আযম স্বপন, সহ-দপ্তর সম্পাদক শাহাজান সাজু, কুমিল্লা জেলার ট্রাক ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোয়েব দেওয়ান,থানা আওয়ামীলীগের সদস্য মোঃ জামাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা ইলিয়াস মেম্বার, তোহা পাটওয়ারী, মিজান বিএসসি, মোঃ মোশারেফ হোসেন মুশু, জাহাঙ্গীর আলম, মোঃ শিপন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ আলম, মোঃ জাকির হোসেন অন্তর, যুবলীগনেতা রফিকুল ইসলাম রায়হান মঙ্গলসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছালীগ, কৃষকলীগ, তাঁতীলীগ, তরুণ লীগ, শ্রমীকলীগ, মহিলালীগ, ওসহযোগিতা অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।