এতদঅঞ্চলে নারী শিক্ষা উন্নয়নে চাঁদপুর সদর উপজেলাধীন শাহতলী গ্রামের প্রখ্যাত শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব ১৯৪৮ সালে উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন।
এই মহান ব্যক্তি ছিলেন উক্ত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক। এতদঅঞ্চলে একমাত্র উক্ত বালিকা বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে যার সুফল পাচ্ছে এ অঞ্চলের নারীরা।
উক্ত প্রতিষ্ঠান প্রতি বছর শত শত নারী উচ্চ শিক্ষা নিয়ে দেশ-বিদেশে সফলতার সহিত চাকুরী করছে কিংবা প্রতিষ্ঠিত হয়েছে। যার কারণে মৃত্যুর ৪৭ বছর পরও শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসাইন রুশদীর অবদানকে জাতি শ্রদ্ধার সাথে স্বরণ করছে ।
বর্তমান সরকারের আমলে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি মহোদয়ের সহযোগিতায় দাতা সদস্য সাংবাদিক সোহেল রুশদীর সার্বিক প্রচেষ্টায় মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী সাহেবের প্রতিষ্ঠিত উক্ত বিদ্যালয়টিতে এখন একটি আধুনিক ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নিমার্ণ করা হয়েছে। যার জন্য আমরা গর্বিত ।
আমি তার ৪৭তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাভরে স্মরন করি। অত্র বিদ্যালয়ের উত্তোরত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করছি।
নয়ন চন্দ্র দাস
প্রধান শিক্ষক
উত্তর শাহ্তলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়,
শাহ্তলী, চাঁদপুর সদর ।