কামরুল ইসলাম : চাঁদপুরে দিনব্যাপী ব্যাপক উৎসহ ও উদ্দীপনা এবং ফলাফলের জন্য রাত পর্যন্ত অপেক্ষার মধ্যে দিয়ে শেষ হলো জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচন। চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি পদে ২৮জন প্রার্থীর মধ্যে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন ভোটারা।
১২ মে রাত প্রায় ১০টায় ভোট গনণা শেষে ফলাফল ঘোষনা করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী।
প্রধান নির্বাচন কমিশনার মো. হাবিবুর রহমান দর্জি তথ্যমতে, জেলা ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১২শ’ ৮১জন ভোটারদের মধ্যে ৮শ’ ৩জন ভোটার ভোট প্রদান করতে আসেন। এছাড়াও নির্বাচনে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সভাপতি পদে নির্বাচিত হয়েছে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো.
নাজমুল হোসেন পাটওয়ারী। এবং কোষাধ্যক্ষ পদে পীর মো. বাবুল বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়।
নির্বাচনে কার্যকরী সভাপতি রফিক রাজা (দোয়াত কলম) ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী খোকন গাজী (আনারস) পেয়েছেন ১৮১ ভোট। সহ-সভাপতি পদে মো. মাসুদ মিয়া (ট্রাক) ৩৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী পেয়েছেন মোহাম্মদ আবুল মল্লিক (হাতি) ১৮৮ ভোট ও মো. আলাউদ্দিন (কাপ-পিরিজ) ৮৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আবুল কালাম মন্টু (ফুটলব) ৪০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী নূর মোহাম্মদ শেখ (ছাতা) ২০৮ ভোট ও লিয়াকত হোসেন লীপু গাজী মোমবাতি) ৪৩ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. ইমন পাটওয়ারী (চেয়ার) ৫০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. সফিক মিয়া (টেলিভিশন) ১৩০ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল দিদার (চাকা) ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. খালেক দেওয়ান (মোবাইল) ২০৯ ও মো. মিজানুর রহমান গাজী মোরগ) ১১৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মো. মাসুদ হোসাইন (বাইসাইকেল) ৩৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আব্দুর রাজ্জাক গাজী (দেয়াল ঘরি) ১৫২ ভোট ও কবির সরকার (রিক্সা) ৯২ ভোট। দপ্তর সম্পাদক পদে মো. মিজানুর রহমান ভূঁইয়া (আপেল) ২৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়।
কলিম উল্লাহ মোল্লা (উড়োজাহাজ) ১৬৬ ভোট ও আজিম গাজী ( হরিন) ১৪৭ ভোট। লাইন সম্পাদক পদে মো. রুহুল আমিন খলিফা (তালাচাবি) ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয় ও প্রতিদ্বন্দ্বি প্রার্থী মো. আলমগীর দর্জী (আম) ২৮৫ ভোট। প্রচার সম্পাদক পদে মো. রাসেল আখন্দ (খেজুরগাছ) ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ও তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মাহবুব আলম (হারিকেন) ১২২ ভোট।
কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মনির হোসেন মন্ডল (পান) ৪১৪ ভোট ও হারুন অর রশীদ (গরুর গাড়ি) ৩১০ ভোট। তাদের নিকটতম প্রতিদ্ব›িদ্ব প্রার্থী মো. আলমগীর হোসেন আলম (হাতপাখা) ১৯০ ভোট, সেলিম গাজী (গোলাপফুল) ৮০ ভোট ও নাজমুল হোসেন (তারা) ৬৭ ভোট।