চাঁদপুর জেলা শ্রমিক পার্টির মতবিনিময়

প্রেস বিজ্ঞপ্তি : চাঁদপুর জেলা শ্রমিক পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়স্থ হান্নান কমপ্লেক্সে এর নিচতলায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহŸায়ক আলহাজ এমরান হোসেন মিয়া।

তিনি তার বক্তব্যে বলেন এদেশের মানুষের কষ্ট মুছে দিতে এরশাদ সরকারের বিকল্প নেই। উন্নয়ন যদি কোন সরকার করে থাকে তাহলে হোসেন মোহাম্মদ এরশাদই করেছে। ইনশাআল¬াহ আগামী নির্বাচনে জাতীয় ক্ষমতায় গিয়ে সরকার গঠন করবে। দেশের মানুষের জন্য কাজ করবে আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদ। এরশাদের আমলে সারা বাংলাদেশে ব্রিজ, কালবাট, খাদ্যের বিনিময়ে রাস্তাঘাট তৈরী হয়েছে। এরশাদের বিকল্প এদেশে কোন নেতা নেই। তাই সোনার বাংলা গড়তে এরশাদের দরকার। দেশের উন্নয়নে ও মানুষের কল্যাণে জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ থেকে এরশাদের হাতকে শক্তিশালী করার আহŸান জানান। আগামী ৯মার্চ থেকে-১০ এপ্রিল চাঁদপুর জেলার ৮ উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে জাতীয় পার্টির সকল নেতা-কর্মীদের একত্রিত হয়ে হোসেন মোহাম্মদ এরশাদ এর হাতকে শক্তিশালী করতে হবে।

চাঁদপুর জেলা শ্রমিক পার্টির আহŸায়ক আলহাজ নান্নু ভূঁইয়ার সভাপতিত্বে এবং শহর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহŸায়ক বিএম নূরুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহŸায়ক অ্যাড. আব্দুল লতিফ শেখ, যুগ্ম-আহŸায়ক অধ্যাপক সফিউল আজম শাহাজাহান, আবুল কালাম আজাদ টুলু, সদস্য মাও. জাকির হোসেন হিরু, রফিকুল ইসলাম খান, ইব্রাহিম দেওয়ান স্বপন, আলহাজ মফিজ বেপারী, যুবসংহতি নেতা গোলামুন্নবী লিটন, ইসমাইল হোসেন মাঝি, হান্নান ঢালী, জেলা শ্রমিক পার্টির সদস্য সচিব মেহেদী হাসান শান্ত, জেলা ছাত্র সমাজের আহŸায়ক মো. সোহরাব মিয়াজী, সদস্য সচিব ওমর ফারুক অভি, যুগ্ম-আহŸায়ক জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা শাহীন বেপারী, জসিম শেখ, মোক্তার শেখ, নাছির গাজী, আলমগীরসহ জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজ, শ্রমিক পার্টির নেতৃবৃন্দরা।

সভাশেষে চাঁদপুর জেলা শ্রমিক পার্টির ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। কমিটির আহŸায়ক আলহাজ নান্নু ভূঁইয়া, সদস্য সচিব মেহেদী হাসান শান্ত। আগামী ১ মাসের মধ্যে চাঁদপুর জেলা শ্রমিক পার্টির সম্মেলন করে পূনাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহŸায়ক আলহাজ এমরান হোসেন মিয়া।

একই রকম খবর

Leave a Comment