স্টাফ রিপোর্টার : পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের আবির্ভাব উপলক্ষে চাঁদপুর জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে জন্মাষ্টমী মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় কালিবাড়ি শ্রী শ্রী কালী মন্দিরে জন্মাষ্টমী মহোৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এমপি।
এসময় তিনি বলেন, প্রতিটি ভগবানের আগমন হয় মানুষের কল্যানের জন্য। তাই আজকের এই দিনে আমাদের মানুষকে ভালোবাসতে শিখতে হবে। আমরা যেখানেই দুষ্টের আগমন দেখবো সেখানেই তা দমন করবো আর যেখানেই সৃষ্টের আগমন দেখবো তা লালন করবো তাহলেই এই পৃথিবীকে আমরা যেভাবে দেখতে চাই সেভাবে দেখতে পাবো।বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতায় আজ সারা বিশ্বে প্রশংসিত। জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শওকত ওসমান, স্বাধীনতা পদব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জন্মষ্টমী উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রঞ্জিত সাহা।