মতলব উত্তর ব্যুরো : বিজ্ঞান শিক্ষাকে জনপ্রিয় করা এবং বিজ্ঞান শিক্ষার্থীদের বিশেষ প্রণোদনা প্রদানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জেলার শ্র্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
১২মে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান এর কাছ থেকে জেলার শ্রেষ্ঠত্বের ক্রেস্ট গ্রহন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
জেলায় তাঁর এই শ্রেষ্ঠত্ব অর্জনে মতলব উত্তর প্রেসক্লাব ও উপজেলার বিভিন্ন সংগঠন অভিনন্দন জানিয়েছেন।