মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন মাহমুদ চাঁদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে মনোনীত হয়েছেন।
১১ জুলাই বুধবার বিশ্ব জনসংখ্যা দিবসে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমানের কাছ থেকে স্বপন মাহমুদ শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে সনদ গ্রহন করেন।পরিবার পরিকল্পনা বিভাগে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টতা ও সহযোগীতার জন্য তিনি এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
স্বপন মাহমুদ এর আগেও ইউনিয়নবাসীর পাশে থেকে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অবদান রেখে দেশের সুনামধন্য বিভিন্ন পদকে ভূষিত হন। তিনি মানবসেবায় জেলার মধ্যে এক অনন্য সুনামের অধিকারী হয়েছেন।
তিনি জানান, এই অর্জন ইউনিয়নবাসীর। সকলের সম্মিলিত সহযোগীতায় নিজেকে মানবসেবায় নিয়োজিত করতে চান। তিনি সকলের কাছে দোয়া প্রার্থী।