সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে হাজীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি

হাজীগঞ্জ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান এবং তার তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৪৮ তম জন্মদিন উপলক্ষ্যে সজীব ওয়াজেদ জয় পরিষদের উদ্যোগে হাজীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে র‌্যালীটি হাজীগঞ্জ বাজারস্থ পৌরভবনের সম্মূখ থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় পৌরভবনের সম্মূখে এসে শেষ হয়। এরপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয় পরিষদের জেলা সভাপতি মোশারফ হোসেন।

সজীব ওয়াজেদ জয় পরিষদ উপজেলা সভাপতি অজয় সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদীকা ফেরদৌস আক্তার।

উপজেলা সাধারন সম্পাদক মো. ইউছুফ পাটওয়ারীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক যুগল সাহা, দপ্তর সম্পাদক আবুল হাসনাত জুয়েল, উপজেলা সহ-সভাপতি ডা. এম আলী মজিব, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন শেখ, হাটিলা পশ্চিম ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মোল্লা প্রমূখ।
বক্তব্য শেষে জেলা সভাপতি মোশারফ হোসেন ও কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদীকা ফেরদৌস আক্তার আগামি নির্বাচনে নৌকার মার্কার বিজয় নিশ্চিত করার জন্য নেতা-কর্মীদের নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিথি হিসেবে পৌর সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফসা ইমাম, সজীব ওয়াজেদ জয় পরিষদের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন শেখসহ জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সজীব ওয়াজেদ জয় পরিষদের কয়েক শতাধিক নেতা-কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment