চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান এক শুভেচ্ছা বার্তায় বলেন, ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। ভোগ নয়, ত্যাগেই প্রকৃত আনন্দ পবিত্র ঈদুল আযহা আমাদের এ শিক্ষাই দেয়। হিংসা, বিদ্বেষ, সকল গ্লানি ভুলে ঈদুল আযহার মর্মার্থ আমরা জীবনের প্রতিটি কর্মে প্রতিফলন ঘটাবো-এই হোক আমাদের প্রত্যাশা।
এবারের ঈদ আনন্দে ভিন্নতা আছে। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এ আনন্দকে অনেকটা মস্নান করে দিয়েছে। তারপরও আমি বলবো আমরা যেনো মানসিকভাবে ভেঙ্গে না পড়ি। আমরা ঈদের খুশি উদ্যাপন করবো প্রত্যেকে নিজ নিজ ঘরে অবস্থান করি। এদিন মানুষ সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ উপভোগ করে থাকে। ঈদের আনন্দে পূর্ন হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন হোক মঙ্গলময়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলাবাসীকে জানাই ঈদ মোবারক।