চাঁদপুরে সপ্তাহব্যাপি বৃক্ষমেলা উদ্বোধন

স্টাফ রির্পোটারঃ চাঁদপুরে হাসান আলি মাঠে শুরু হয়েছে সপ্তাহ বৃক্ষমেলা।গতকাল ৩০ জুলাই সোমবার সকাল ১১টায় এই মেলার আনুষ্ঠানিভাবে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাবেক পররাস্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,আমাদের জীবনে গাছের গুরুত্ব অপরিসিম। আমরা যদি সুস্থস্ববল জীবন চাই তাহলে আমাদের অবশ্যই গাছ লাগাতে হবে।গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষাকরে।কাজেই আমাদের জীবনের জন্য হলেও গাছ লাগানো অপরিহার্য।এক সময়ছিলো যখন আমাদের যেকোন অসুখের ঔষুধ ছিলো এই গেছের লতাপতা।

তিনি আরো বলেন,আমাদের যে ছয়টি মৌসুম রয়েছে এই সময়েও যেসব ফল ফলাদী পাওয়া যায় তা খেলেও কিন্তু অনেক রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যায়।বৃক্ষের সাথে যে আমাদের এতো সম্পর্ক এতো সক্ষতা তা সবাইকে জানিয়ে দেওয়ার জন্যই এ মেলা।

এসময় তিনি ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেচ্ছার জন্মদিন উপলক্ষে চাঁদপুর হাইমচরে তার নির্বাচনী এলাকায় নারীদের মাঝে ১০ হাজার গাছ গাছ বিতরনের ঘোষনা দেন।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম,কুমিল্লাহ সামাজিক বন বিভাগীয় কর্মকর্তা নূরুল করিম,চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুন্নাহার চৌধুরী,কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ পরিচালক আলী আহমদ,কৃষি উপসহকারী কর্মকর্তা চাঁদপুর সদর ছারোয়র মুন্সি প্রমূখ।

একই রকম খবর

Leave a Comment