চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আ’লীগের নেতৃত্বে সভাপতি পদে ফের জনপ্রিয় ও ত্যাগী নেতা আবুল কাশেম দুলু মোল্লাকে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মীরা।
জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সকল নির্বাচনে তিনি মাঠ পর্যায়ে দলের প্রার্থীকে নিবাচিত করতে জোরালোভাবে কাজ করেছেন । চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা:দীপু মনি এবং সদর উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের নির্বাচিত করার ক্ষেত্রে তার ভুমিকা ছিলো জোরালো । দলকে সুসংগঠিত করেছেন ।
দলকে ঐক্যবদ্ধ রেখেছেন । ইউনিয়নে একজন সজ্জন ব্যক্তি হিসেবেও পরিচিত রয়েছে । আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের রাজপথের নেতাকর্মীদের মুখে আবুল কাশেম দুলু মোল্লার নাম বলতে শুনা যায়। আসন্ন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মলনকে ঘিরে তৃনমূল নেতাকর্মীদের প্রিয় মুখ আবুল কাশেমকে নেতৃত্বে দেখতে চায় তৃনমূল ও প্রবীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আবুল কাশেম দুলু মোল্লা প্রায় ৩৫ বছর যাবৎ চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে আ’লীগের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বর্তমানেও সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি উক্ত ইউনিয়নের পাইকদী গ্রামের বাসিন্দা। পরিবারটি আওয়ামী লীগের পরিবার বলে এলাকায় বেশ পরিচিত। সে সুবাদে আবুল কাশেম ছাত্র রাজনৈতির সাথে যুক্ত ছিলেন।তিনি উচ্চ শিক্ষিত । স্নাতক পাশ । তিনি তার ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন।
এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন। এই ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলেন, মানুষ এখন উন্নয়ন চায়। তাই সরকারের উন্নয়নকে সঠিকভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে ও দলের স্বার্থে স্বচ্ছ ও বিচক্ষণ ব্যক্তি আওয়ামী লীগ নেতা আবুল দুলু মোল্লাককে ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন আ’লীগের সভাপতি পদে ফের দায়িত্ব পালনের সুযোগ করে দেবেন বলে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা: দীপু মনি এবং জেলা ও উপজেলা আ’লীগের দলীয় নেতৃবৃন্দের প্রতি বিশ্বাস করেন।
এ ব্যাপারে আ’লীগ নেতা আবুল কাশেম দুলু মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি ব্যক্তিগত স্বার্থ অর্জন বা ব্যক্তির নির্দেশে রাজনীতি বিশ্বাসী না। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করি। আমি রাজনীতি করি নারী নেতৃত্বের অহংকার, দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আপার আদর্শ ও ভালোবাসা নিয়ে।
দলের সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগ সংগঠনের সাথে কাজ করেছি নিঃস্বার্থে। যদি ইউনিয়ন আওয়ামী লীগ সংগঠনে থেকে দীর্ঘদিন দলের জন্য কাজ করে থাকি তাহলে দল আমাকে মূল্যায়ন করবে বলে বিশ্বাস করি। আমি দলের দুর্দিনের কান্ডারী হিসেবে দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে আমাকে মূল্যায়ন করবে এবং চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা: দীপু মনি এবং জেলা ও উপজেলা আ’লীগের দলীয় নেতৃবৃন্দের কাছে দোয়া ও সমর্থন কামনা করছি।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খোঁজখবর নিয়ে জানা যায়, আবুল কাশেম দুলু মোল্লা সারা জীবন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি সাংগঠনিক ভাবে সংগঠনকে এগিয়ে দেবার সহযোগিতা করে চলেছেন। তিনি জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। তাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাকে ইউনিয়ন আওয়ামী লীগের ফের সভাপতি পদে দেখতে চায় তৃণমূল।