সমাজকল্যাণ পরিষদ থেকে চাঁদপুরে ৫ প্রতিবন্ধীর চিকিৎসার অনুদান প্রদান

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা সমাজসেবার উদ্যোগে জেলা সমাজকল্যাণ পরিষদ তহবিল থেকে ৫ জন অসহায়, গরীব ও প্রতিবন্ধী ব্যক্তির চিকিৎসার জন্য এককালীন ৩২ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুন) চাঁদপুর জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান এ অনুদানের চেক বিতরণ করেন।

সুবিধাভোগীরা হলেন, ১. ঝরিনা বেগম, স্বামীঃ বাবুল হাওলাদার, আদালত পাড়া, চাঁদপুর পৌরসভা (৭ হাজার টাকা) ২. সুলতান আহমেদ, পিতাঃ ওয়াজ উদ্দিন শেখ, খেরুদিয়া, চাঁদপুর সদর (৫ হাজার টাকা) ৩. নন্দলাল কর্মকার, পিতাঃ মৃত গঙ্গা নারায়ণ কর্মকার, জে এম সেনগুপ্ত রোড, চাঁদপুর পৌরসভা (৫,০০০) ৪. নুরু মিয়া আখন, পিতাঃ মৃত নেওয়াজ আলী আখন, উত্তর বালিয়া, চাঁদপুর সদর (১০ হাজার টাকা) ৫. মোঃ তৌফিকুল ইসলাম শাহন, পিতাঃ শফিকুল ইসলাম, প্রসন্নপুর, শাহরাস্তি (৫ হাজার টাকা)।

একই রকম খবর