শাহরাস্তিতে মেডিল্যাব হাসপাতালের সম্পত্তি দখল নিতে রাজু বাহিনীর তান্ডব!

রফিকুল ইসলাম পাটোয়ারী : শাহরাস্তিতে মেডিল্যাবের ক্রয়কৃত সম্পত্তি জোরপুর্বক দখল নিতে সীমানা প্রাচীর ভেঙ্গেছে রাজু ও তার লাঠিয়াল বাহীনি।

শুক্রবার ভোর রাতে উপজেলার চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহসড়কের পাশ্বে উয়ারুকের সুরসইতে এ ঘটনাটি ঘটে।

মেডিল্যাবের সত্ত¡াধিকারী ডাক্তার মোঃ আরিফ উল হাসান জানান, উয়ারুক বাজারে মেডিল্যাব নামে একটি প্রাইভেট হাসপাতাল প্রতিষ্ঠা করি।

তাতে স্থান সঙ্কুলনের কারণে উয়ারুক গ্রামের মৃত ইউসুফ আলীর কন্যা শাজেদা বেগম ও আরোক কন্যার মৃত্যুতে নাতি মামুন হতে চাঁদপুর জেলার শাহরাস্তি থানার সাবেক ২৯২নং হালে ২৪নং সুরসই মৌজার সি,এস ও আর,এস -২৪ ও ২৮নং হালে বি,এস -৯৩ নং, খারিজ – ২৯৪ খতিয়ানভুক্ত সি,এস ১৬৩ হালে বি,এস ১৫১দাগে মোট০.১৯০০ একর অন্দরে মোট ০.০৬৩৩ একর তদান্দরে নাল মোট ০.০২২৯ একর ভ‚মি এবং সি,এস /এস,এ ১৬২ হালে বি,এস ১৪৭ দাগে নাল মোট ০.১৯০০ একর অন্দরে মোট ০..৬৩৩ একর তদান্দরে নাল মোট ০.০২২৯ একর ভ‚মি একুনে উভয় দাগে নাল মোট ০.০৪৫৮ একর সম্পতি চলতি বছরের ৪ এপ্রিল ১৫৮৬ নং দলিল মুলে ক্রয় করে মালিক ও ভোগ দখলিকারি হই ও থাকি।

ওই সম্পত্তির তিন পাশে টিনসেড দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেই। শুক্রবার ভোররাতে ভ‚মি স্বত্ব দখলহীন তৃতীয় ব্যক্তি রাজু ও তার সঙ্গবদ্ধ লাঠিয়াল বাহীনি নিয়ে নিরাপত্তা বেষ্টনী ভাংচুর করে প্রায় লখাধিক টাকার ক্ষতিসাধন করে টিন লুট করে নেয়। এই ঘটনার পুর্বে রাজু গংদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল এসে তদন্ত করেন।

এ ছাড়া আমি চাঁদপুর বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৪৫ ধারায় মামলা করি। বিজ্ঞ আদালতকে উপেক্ষা করে ঘটনার দিন রাজু ও তার সঙ্গবদ্ধ লাঠিয়াল বাহীনি সীমানা প্রাচীর ভাংচুরের তান্ডব চালায়। এ রিপোট লেখা পর্যন্ত মেডিল্যাব হাসপাতাল কর্তৃপক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনার সত্যেতা জানতে এ প্রতিনিধি টামটা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক দর্জিকে কয়েক বার তার মুঠোফোনে কল দিলেও তা তিনি রিসিভ করেন নাই। অপর দিকে এলাকায় গিয়ে ঘটনাকারি রাজুকে পাওয়া যায়নি।

একই রকম খবর

Leave a Comment