চাঁদপুর খবর রিপোর্ট : দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদীর ব্যবহৃত স্যামসাং মোবাইল সেট (০১৭১১০১৩৪৪৪ ) তার গ্রামের বাড়ী থেকে চুরি হয়েছে।
রোববার (১৭ জুন) দিবাগত রাতের যে কোনো সময় সাংবাদিক সোহেল রুশদীর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামস্থ রুশদী বাড়ির বেড রুম থেকে কে বা কাহার এ মোবাইল সেটি চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় সোমবার (১৮ জুন) চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রীভুক্ত (জিডি) করা হয়েছে। জিডি নং ৮১০ তারিখ- ১৮-০৬-২০১৮ইং।
এ বিষয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের বাড়ীতে বেড়াতে যাই। ঈদের পরের দিন রবিবার গ্রামের বাড়ী শাহতলী রুশদী বাড়ির বেড রুম থেকে দিবাগত রাতের যে কোনো সময় কে বা কাহারা মোবাইল সেটটি নিয়ে গেছে। অনেক খোঁজা খুঁজির পরেও না পেয়ে চাঁদপুর মডেল থানায় সাধারণ ডায়রীভুক্তি করেছি। তবে পেশাগত দায়িত্বের কারনে গুরুত্বপূর্ণ তথ্য ছিলো মোবাইল সেটটিতে। জরুরি ভিত্তিতে মোবাইল সেটটি উদ্ধার করার জন্যে এ ডায়রী ভুক্তি করছি। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানা ও ডিবি পুলিশের সহযোগিতা কামনা করছি ।
এ ব্যাপারে স্থানীয় ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সফিক কারী দৈনিক চাঁদপুর খবরকে জানান, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সাহেবের মোবাইল সেটটি চুরি হওয়ার বিষয়টি দুঃখজনক । মোবাইল সেটটি উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি । গ্রাম পুলিশসহ স্থানীয় লোকজনকে বিষয়টি উদ্ধারে সার্বিক সহযোগিতা কামনা করছি ।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এএসআই নিজাম দৈনিক চাঁদপুর খবরকে জানান,এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রীভুক্ত করেছি । অভিযোগ গুরুত্বসহকারে অনুসন্ধ্যান করা হবে । আইনী ব্যবস্থা গ্রহন করা হবে ।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচাজ ওয়ালি উল্যাহ ওলি দৈনিক চাঁদপুর খবরকে জানান, জিডির বিষয় গুরুত্বের সাথে তদন্ত করার নিদেশ দিয়েছি । মোবাইল সেটি উদ্বারে পুলিশ তৎপর রয়েছে । জিডিটি তদন্তের জন্য এসআই হাবিবকে তদন্তের দায়িত্ব দিয়েছি । এ ঘটনায় যেই জড়িত,তাকে আইনের আওতায় আনা হবে ।
এছাড়াও এলাকার গন্যমান্যব্যক্তিবর্গ মোবাইল উদ্ধারে চেষ্টা করছেন বলে জানা গেছে ।
এদিকে অভিযোগ রয়েছে শাহতলী এলাকায় মোবাইল চুরির ঘটনা বাড়ছে । এর আগে ওই এলাকায় বেশ কটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে । এলাকায় ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারীরাই এসব চুরির সাথে জড়িত বলে জানান স্থানীয় লোকজন । প্রকাশ্যে ইয়াবা বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে । এলাকায় পুলিশী অভিযানের দাবী জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ।