সরকারি প্রাথমিকের শিক্ষকরা তাদের ইচ্ছা অনুয়ায়ী ব্যাংক একাউন্ট খুলবে

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের  ইচ্ছা অনুয়ায়ী ব্যাংক একাউন্ট খুলবে । কোন নিদিষ্ট ব্যাংকে একাউন্টে খোলার জন্য কোন নির্দেশনা দেওয়া হবে না । শিক্ষকরা তাদের যে ব্যাংকে হিসাব রাখতে চায় সে ব্যাংকেই তারা হিসেব খুলতে কিংবা চালাতে পারবে ।

এমন সিদ্বান্ত এসেছে গতকাল সোমবার শিক্ষকদের নিয়ে চাঁদপুর সদর উপজেলা মাসিক সভায় । বিষয়টি পরিস্কার করেছেন খোদ সদর উপজেলা শিক্ষা অফিসার নাজমা বেগম । পৃর্বে থেকেই জনতা ব্যাংকে সদর উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন ভাতা ও বিদ্যালয়ের সাধারণ হিসেব খোলা রয়েছে । কিন্তু এরই মধ্যে উক্ত ব্যাংক হিসেব স্থানান্তর করে ডাচ বাংলা ব্যাংকে নেওয়ার জন্য সদর উপজেলা শিক্ষা অফিস থেকে মৌখিক নির্দেশনা জারি করা হয় ।

আর এ নিয়ে শিক্ষকদের মাঝে চরম ক্ষোভ সৃষ্টি হয় । শিক্ষকরা কোনভাবেই জনতা ব্যংক থেকে তাদের হিসাব অন্যত্র স্থানান্তর করতে রাজি হয়নি । কিংবা ডাচ বাংলা ব্যাংকে হিসেব খুলতে অপারগতা প্রকাশ করে । যদিও সংশ্লিষ্ট শিক্ষা অফিস বিষয়টি প্রথমে মানতে রাজি হয়নি । শিক্ষকদের অনেকটা বাধ্য করে ডাব বাংলা ব্যাংকে স্থানান্তরের জন্য । শহরের কতিপয় স্কুল এরই মধ্যে বাধ্য হয়ে ডাচ বাংলা ব্যাংকে হিসাব খোলে । যদিও এ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোন সাকুলার ছিল না ।

এ বিষয়টি নিয়ে দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় শিক্ষকদের স্বপক্ষে একাধিক প্রতিবেদন প্রকাশ করে । সেই প্রেক্ষিতে অবশেষে সদর উপজেলা শিক্ষা অফিসের মাসিক সভায় বিষয়টি নিয়ে আলোকপাত করা হয় এবং শিক্ষাদেরকে তাদের ইচ্ছা অনুযায়ী ব্যাংক হিসেব খোলার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে । এমন সিদ্বান্তে শিক্ষকরা খুশী হয়েছে এবং বিষয়টি স্বাগত জানিয়েছেন ।

এব্যাপারে  সোমবার দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগমের সাথে একাধিকবার মোবাইলে বিষয়টি জানান চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি । সে জন্য তার বক্তব্য পাওয়া যায়নি ।

এ ব্যাপারে চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো: দেলোয়ার হোসেন গতকাল সোমবার দৈনিক চাঁদপুর খবরকে জানান,বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে । শিক্ষকরা তাদের ব্যাংক হিসেবে যে ব্যাংকে করতে চায় সেখানেই করতে পারবে । এটা আগে থেকেই বলা হয়েছে ।

একই রকম খবর