সরকারি শিশু পরিবার শিশুদের জন্য পুকুরের মাছ সংগ্রহ

চাঁদপুর খবর রির্পোটঃ চাঁদপুর সরকারি শিশু পরিবার এর ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্তে সরকারি শিশু পরিবার, বাবুরহাট এর পূর্ব দিকের পুকুরের মাছ ধরা হয়েছে।

গতকাল ২৪ মার্চ (শুক্রবার) পূর্বাহ্নে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর জেলা সমাজসেবা কার্যালয় এর উপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান, চাঁদপুর সরকারি শিশু পরিবার তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আলপনা চাকমা, চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম, চাঁদপুর সহকারী মৎস্য সম্প্রসারণ অফিসার এর উপস্থিতিতে এ মাছ ধরা হয়।

মাছের মধ্যে উল্লেখযোগ্য ছিল পাঙ্গাশ, কাতল, রুই, মৃগেল, মিরর কার্প, তেলাপিয়া, সরপুটি, বিগহেড, চাপিলা ও মলা।

পরে সকলের উপস্থিতিতে শর্তানুযায়ী ধৃত বড়-ছোট মাছের এক পঞ্চমাংশ এবং গুড়া মাছের এক তৃতীয়াংশ জেলেদের পারিশ্রমিক বাবদ দেয়া হয়। অবশিষ্ট বড়, ছোট ও গুড়া মাছ তাৎক্ষণিকভাবে উপস্থিত জনসাধারণের নিকট মাছ ধরা কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রি করে ২৯হাজার ২শ ৭৭টাকা বিক্রি করা হয়। এ টাকা বিধি অনুযায়ী জেলা প্রশাসক ও সরকারি শিশু পরিবার এর তত্ত্বাবধায়ক এর যৌথ স্বাক্ষরে পরিচালিত শিশুদের কল্যাণ ফান্ডে জমা রাখা হয়।

২৩হাজার ৯শ ৭৫টাকা মূল্যের ৫২ কেজি বড় এবং ৩৫ কেজি ছোট ও গুড়া মাছ এতিম শিশুদের খাবার এর জন্য দেয়া হয়।

একই রকম খবর