আহম্মদ উল্যাহ : চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, জনবান্ধব হবার জন্যে কাজ করেছি। আমার প্রথম কর্মস্থলের জেলা হলো চাঁদপুর। আমি এবং আমার পরিবার মিলে চাঁদপুরে থেকে অনেক আনন্দ পেয়েছি এবং এ জেলার জন্যে কাজ করে নিজেকে ভাগ্যবান মনে করছি।
রোববার (১২ আগস্ট) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাবে পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম’র বিদায় কালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেন, চাঁদপুরে কর্মরত থাকাকালিন আমি সাংবাদিকদের যে পরিমানে সহযোগিতা পেয়েছি। এজন্য আমি মহান আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর পাশাপাশি আপনাদের মাধ্যমে চাঁদপুরের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে দায়িত্বপালনকালে অনেক ঝড়-জাঞ্জা এসেছে, তবুও আমি কাজ করেছিল। অন্যায়ের কাছে মাথানত করিনি।
তিনি আরো বলেন, জনবান্ধব পুলিশিং ও জনতাই পুলিশ, পুলিশই জনতা এ বিষয়টা মানুষকে বুঝাবার জন্যে আমি এ জেলাতে কাজ করেছি। জেলায় মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ নিয়ে কাজ করেছি। এখন আরেকটি নতুন বিষয় যোগ হবে সেটা হলো নিরাপথ সড়ক। এ ৪টি বিষয়ে আগামিতে কাজ করবো।
ট্রাক্টর চলাচল বিষয়ে বিদায়ী এসপি বলেন, আপনাদের (সাংবাদিক) লেখনির মাধ্যমে আমি জানতে পেরেছি যে ট্রাক্টর একটি মারাত্মক ব্যাধি আকারে ধারণ করেছে। তখনাই প্রত্যেকটি গ্রাম অঞ্চলে থেকে শুরু করে জেলা শহরেও ট্রাক্টর চলাচল নিষিদ্ধ করেছি। আপনারা লিখতে থাকেন তাহলে আর এ দানব যন্ত্র ট্রাক্টার চলাচল করতে পারবে না।
তিনি আরো বলেন, আজকে বিদায় বেলা আপনারা অনেক বিষয়ে কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ট্রাক্টর। এই যন্ত্রদানবটি কতো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং রাস্তাগুলোকে কিভাবে ধ্বংস করে দিয়েছে তা আপনারা সবাই জানেন। এটি বন্ধ করা হয়েছে যার সফলতা আপনাদেরই। আমি বিশ্বাস করি আপনারা যদি চান তবে চাঁদপুরের রাস্তায় আর ট্রাক্টর উঠতে পারবে না।
মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ বিরোধী ফুটবল টুর্নামেন্ট সম্পর্কে এসপি শামসুন্নাহার পিপিএম বলেন, আমি এ ফুটবল টুর্নামেন্ট খেলা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে নিয়ে ফাইনাল অনুষ্ঠিত করেছে। এ খেলাটি জন্যে ১৪শ’ ৭১টি ম্যাচ পরিচালনা করতে হয়েছে। এতে প্রায় ২২ হাজার খেলোয়ার তৈরী হয়েছে। খেলার কারণে মাদক, বাল্যাবিবাহ এবং জঙ্গিবাদ চাঁদপুরে সহসশীল পর্যায়ে এসেছে।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটোয়ারী, শাহ মোহাম্মদ মাকসুদ, বিএম হান্নান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর স্বামী মো. হেলাল উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি রহিম বাদশা, গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি জিএম শাহীন, চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মির্জা জাকির, যুগ্ম সাধারণ সম্পাদক ল²ণ চন্দ্র সূত্রধর, আলোকিত চাঁদপুর এর প্রকাশক ও সম্পাদক জাকির হোসেন, চাঁদপুর সকালের সম্পাদক ও প্রকাশক মোশারফ হোসেন লিটন, প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশ, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এইচ এম আহসান উল্যাহ, মফস্বল সাংবাদিক ফোরামের আহŸায়ক শাহাদাত হোসেন শান্ত, নারী নেত্রী মাহমুদা খানম, নাঈমা মোশারফ প্রমুখ।
সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, চাঁদপুরে কর্মকালিন সময়ে আপনি যেভাবে মাদক, বাল্যবিয়ে, সস্ত্রাস ও সমাজিক অপরাধ নিমূলে কাজ করেছেন তা এখানকার মানুষ সারাজীবন মনে রাখবে। আপনার অনেক সফল কাজের মধ্যে অন্যতম হলো নির্যাতিত নারীদের একটি একটি বিশেষ সেল গঠন। যেখন থেকে অনেক অসহায় নারী সেবা পেয়েছে এবং সংসার ভাঙ্গা ও সামাজিক অবক্ষয় থেকে আমরা রক্ষা পেয়েছি। এছাড়াও মাদক, নারী নির্যাতন, সস্ত্রাস ও জঙ্গিবাদ নিমূলে ফুটবল টুর্নামেন্টের আয়োজন ছিলো অত্যান্ত প্রশংসনীয়। এর মাধ্যমে সকল মানুষকে একত্রিত করা এবং সাড়ে ২২শ’ খেলোয়ার সৃষ্টি করেছেন।একজন পুলিশ সুপার কতটা জনবান্ধব হতে পারে তার উজ্জল দৃষ্টান্ত আপনি ।জনগণের আস্থা অর্জন করতে আপনি সক্ষম হয়েছেন ।
সংবাদিকরা আরো বলেন, চাঁদপুরে যন্ত্রদানব ট্রক্টর চলাচল বন্ধ করে আপনি যে দৃষ্টান্ত দেখিয়েছেন তাতে চাঁদপুরবাসী আপনার প্রতি কৃতজ্ঞ। আমরা আশা করবো চাঁদপুরের নতুন পুলিশ সুপার হয়ে যিনি আসছেন তাকে আপনি এই বিষয়গুলো বলে যাবেন। যাতে করে ট্রাক্টরের ছোঁবলে আর কোনো প্রাণ না যায়। একজন ভালো মানুষের ভালো বিদায় অনেক ক্ষেত্রে হয় না। একজন ভালো কর্মকর্তার অনেক ক্ষেত্রে ভালো জায়গায় বদলি হয় না। আপনি ভালো মানুষ হিসেবে ভালো জায়গায় বদলি হয়েছে এজন্য আমরা আপনাকে অভিনন্দন জানাই।
অনুষ্ঠানের শুরুতেই চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় চাঁদপুরের বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়ে।
চাঁদপুরের বিদায়ী পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএমকে বিদায়ী সংবর্ধনা হিসেবে ক্রেস্ট তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, চাঁদপুরস্থ বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।