সাংবাদিকের উপর হামলা : সাংবাদিকতা পেশার জন্যে অশনি সঙ্কেত


………………………….. আশিক বিন রহিম ………………………

সাংবাদিকতা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জিং পেশা। এই পেশায় কর্মরত ব্যক্তি হামলা, মামলা, জেল-জুলুম, হুমকি-ধমকি এমনকি অপবাধের শিকার হবেন এটাই স্বাভাবিক।

সংবাদ সংগ্রহে গিয়ে কিংবা সেটি প্রকাশ করে কারো তালি, কারো বা গালি শুনতে হবে এটাই সত্য। তাছাড়া এই পেশায় বিলাস-বহুল জীবন যাপন নেই, তা মেনেই সাংবাদিকতায় নাম লিখতে হয়।

একটা সময় সাংবাদিকতার স্বর্ণযুগ ছিলো। ফলে ওই সময়ে প্রায়ই সাংবাদিক নির্যাতন, জেল-জুলুম এমনকি হত্যার শিকার হয়েছে বলে প্রায়ই খবরের আসতো। আজকাল যতোটা না সাংবাদিকতা আছে, তার চেয়ে বেশী আছে তেল মারা। সমাজের সমস্য, অসঙ্গতি তুলে ধরার চেয়ে কেউ কেউ নেতা-নেত্রী কিংবা প্রশাসনকে তেল দিতেই বেশি ব্যস্ত থাকেন। ফলে এই সুযোগ কাজে লাগিয়ে অসুন্দর মানসিকতার অপর পক্ষটি তাদের চাহিদা মতো বেশ সুবিধা নিচ্ছেন।

আর সুযোগ পেলেই সহজে যে কেউ সামান্য বিষয়ে সাংবাদিকদের উপর হামলা করছে। এলাকার পাতি মাদক বিক্রেতাও সাংবাদিকে হুমকি দিচ্ছে। আবার এমন হচ্ছে নিজ পেশার লোকদের ইন্দনেও কোনো কোনো ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে। যার মূল কারণ হলো সাংবাদিকদের ঐক্য না থাকা।

২১ জুন চাঁদপুর সদরের বিষ্ণুপুরে ৪জন সাংবাদিকে হামলা ও মারধর করা হয়েছে। এটি সংবাদপত্র কিংবা সাংবাদিকতা পেশার জন্যে নিশ্চই ভালো খবর নয়। এটি, এই পেশার সাথে জড়িত সকলের জন্যে অশনি সঙ্কেত।

ঘটনার বিস্তারিতে যতটুকু জেনেছি, চারজন সাংবাদিক ওই স্থানে একটি মসজিদ কমিটির বিরোধ বিষয় নিয়ে তথ্য সংগ্রহের জন্যে সেখানে গিয়েছিলেন। এখন প্রশ্ন হলো এই যাওয়াটা কী তাদেন অন্যায়??? সাংবাদিক কোনো বিষয়ে তথ্য সংগ্রহের মানেই কি খবরেে কাগজে তা প্রকাশ হয়ে যাওয়া?। তাদের কেউ ভুল তথ্য দিয়ে সেখানে পাঠালে নেটি সত্যটা তাদের বলে দিলেই হতো। তাই বলে সন্ত্রাসী কায়দার হামলা এবং মারধর করা হবে???।

এটি কোনো ভাবেই সঠিক কাজ হতে পারে না। যদি এনমটা হতো যে, ওই ৪ সাংবাদিক চাঁদাবাজি করতে সেখানে গিয়েছিলেন, কিংবা তারা ভুয়া সাংবাদিক, তবে তাদের অবরুদ্ধ করে প্রেসক্লাব অথবা পুলিশকে বিষয়টি জানানো যেতো। সেটি না করে সাংবাদিকদের গায়ে হাত তোলা সেটি সন্ত্রাসী ছাড়া কিছু নয়। আমি বলছি না, এই পেশায় জড়িত সবাই সৎ কিংবা ভালো মানুষ। এদেশের সব পেশাতেই কিছু মন্দ লোক, দুষ্ট লোক আছে। তাদের আইনীভাবেই প্রতিহত করা উচিত।

পরিশেষে একজন সংবাদকর্মী হিসেবে আমি এই ঘটনার নিন্দা জানাচ্ছি। পাশাপাশি যারা এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি। এর সাথে চাঁদপুরের সাংবাদিক সংগঠন সহ সকল পর্যায়ের সাংবাদিকদের এই ঘটনার প্রতিবাদ করার বিনিত অনুরোধ করছি। কারণ এই ঘটনা সাংবাদিকতা পেশার জন্যে শুভ সংবাদ নয়, অশনি সঙ্কেত।

আশিক বিন রহিম
সংবাদ ও সাহিত্যকর্মী।
চাঁদপুর।

একই রকম খবর