সাংবাদিক নেতা জাহাঙ্গীর প্রধানের বাবার স্মরণে কচুয়ায় দোয়া

কচুয়া প্রতিনিধি : ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক নেতা মো. জাহাঙ্গীর আলম প্রধানের প্রয়াত বাবা শামছুল হক প্রধানীয়ার মৃত্যুতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে কচুয়ার চাঁনপাড়া গ্রামে ‘নিউজ পোর্টাল কচুয়া বানী’র আয়োজনে, সাংবাদিক মো. আকাশ মিয়াজী এ দোয়া মাহফিলের আয়োজন করেন।

সাবেক ইউপি সদস্য আলহাজ্ব মোঃ গণি মিয়ার সভাপতিত্বে মরহুমের জান্নাতময় জীবন কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়ার প্রথম পাক্ষিক কচুয়া কণ্ঠের সম্পাদক ও প্রকাশক হাবিব উল্লাহ হাবিব, কচুয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, বিতারা মাদ্রাসার প্রভাষক মোঃ শাহজালাল প্রধান, ইউপি সদস্য মো. ইসমাইল মোল্লা প্রমুখ।

পরে মরহুম শামছুল হক প্রধানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এসময় কচুয়ার সিনিয়র সাংবাদিক কাউছার আহমেদ, বিল্লাল মাসুম, ইসমাইল হোসন বিপ্লবসহ এলাকার বিভিন্ন শ্রের্নী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একই রকম খবর

Leave a Comment