চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন কার্যনিবাহী কমিটির প্রথম সভা গতকাল বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল ইমরান শোভন ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সম্মানিত সদস্য মো. খুরশিদ আলম এবং গীতা পাঠ করেন ল²ন চন্দ্র সূত্রধর ।
সভায় বিগত সভার রেজুলেশন পাঠ করেন সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস। পরে তা সম্মানিত সদস্যদের সম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় নতুন কমিটির পরিচিতি তুলে ধরা হয় । সভায় সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস কর্মপরিকল্পনা উপস্থাপন করেন । সবাই উপস্থাপিত কর্মপরিকল্পনার সাথে একমত পোষন করে বিভিন্ন প্রস্তাব করেন ।
বিশেষ করে সংগঠনের নামে কল্যান তহবিল গঠন,ইফতার ও নতুন কমিটির অভিষেক ,সংগঠনের নামে স্থায়ী অফিসের জন্য সরকারের তরফ থেকে জায়গার ব্যবস্থা করা, দেশের বাহিরে এবং ভিতরে বাষিক বনভোজনের আয়োজন করা,ফ্যামিলি ডে ,বাষিক ক্রীড়ার আয়োজনসহ নানা পরিকল্পকনা গ্রহন করা হয় । সভায় মূলত টেলিভিশন সাংবাদিকদের কল্যাণে যা কিছু করা প্রয়োজন তাই করা হবে বলে জানান সভাপতি আল ইমরান শোভন ।
সভার আলোচ্যসূচী নিয়ে আলোচনায় অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মুনাওয়ার কানন, ল²ন চন্দ্র সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ, রফিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন পাঠান, ওয়াদুদ রানা, কোষাধ্যক্ষ ইব্রাহিম রনি, দপ্তর ও প্রচার সম্পাদক মো. খুরশিদ আলম, সম্মানিত সদস্য শরীফ চৌধুরী, সোহেল রুশদী, তালহা জুবায়ের।