প্রেস বিজ্ঞপ্তি : বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী (৩২)কে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আল-ইমরান শোভন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।
উল্লেখ্য, আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদী গত মঙ্গলবার রাতে পাবনা শহরের মজুমদার পাড়ায় তার বাড়িতে গিয়ে কুপিয়ে হত্যা করে একদল দুর্বৃত্ত।