মতলব সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন

মতলব দক্ষিণ প্রতিনিধি : বৃহত্তম মতলবের দুই উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২২ জুলাই বিকাল ৪টায় মতলব বাজার চেয়ারম্যান ঘাটে অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক ফোরামের সকল সদস্যগণের উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

মতলব সাংবাদিক ফোরামের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে এবং সদস্য সচিব খোরশেদ আহমেদের পরিচালনায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে লোকমান হোসেন হাবিব, সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন এবং সাংগঠনিক সমীর ভট্ট্রচার্য্য বলুসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়। এই কমিটি আগামী ৩ বছরের জন্য ঘোষণা করা হয়।

উল্লেখ্য যে, গত ১৪ জুলাই দৈনিক চাঁদপুর সংবাদের সহ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধানকে আহবায়ক এবং দৈনিক সকালের সময় পত্রিকার চাঁদপুর প্রতিনিধি খোরশেদ আহমেদকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। বৃহত্তম মতলব সাংবাদিক ফোরাম নামের সংঘঠনটি ২০১১ সালে ১৬ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।

একই রকম খবর

Leave a Comment