মৈশাদীতে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের মতবিনিময়

গাজী মো: ইমাম হাসান /মোঃ রানা সরকার : চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের যৌথ আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬জুলাই (শুক্রবার) সকাল ১১টায় ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান।

প্রধান অতিথি চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান তার বক্তব্যে বলেন, মৈশাদী ইউনিয়ন পরিষদ এবং চেয়ারম্যানের উদ্যোগে আজকে যে আয়োজনকে আমি স্বাগত জানাই । চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক ইউনিয়নকে সকল নাগরিক সেবাগুলো ডিজিটালে রুপান্তর করেছেন । মৈশাদী পরিষদের কার্যμম সত্যিই প্রসংশনীয় ।জেলার মধ্যে মৈশাদী ইউনিয়ন পরিষদ ডিজিটাল সেবায় অনেক এগিয়ে। জনগন এখানে খুব সহজেই নাগরিক সেবা পেয়ে থাকে। এখন পরিষদের মেয়াদ আছে আর ২বছর । এই সময়ে প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে সভা করে জনগনের সমস্যা সমাধান করলে চেয়ারম্যান আরো সফল হবেন । সভা-সমাবেশ করে সমাজের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে। সর্বশেষ ধন্যবাদ জানাই ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সকল সাংবাদিকদের।তাদের এই উদ্যোগের জন্য ।

তিনি আরও বলেন, জেলা প্রশাসন চায়না অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করুক। তাই আমাদের জেলা প্রশাসন থেকে বালু উত্তোলনের ইজারা বন্ধ ছিল। তারা হাইকোটে রিট করে বালু উত্তোলনের পক্ষে সাময়িক আদেশ নিয়ে বালু উত্তোলন করছে। তারপরও বিষয়টি আমি এডিসি (রাজস্ব) সাথে কথা বলে ব্যবস্থা নিতে । সাংবাদিকদের ইন্টার পেয়ার প্রশাসনের কাজে সহায়তা করে। আপনারা সমাজের উন্নয়নের চিত্র সমাজে তুলে ধরবেন। এ ক্ষেত্রে আপনারা সংবাদিকরা লেখনীর মাধ্যমে অনেক কাজ হবে। নদী থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনের বিষয়টি আমরা আমলে নিয়েছি। চাঁদপুরে জন্মস্থান যে সকল সাংবাদিক যারা জাতীয় পর্যায়ে আছেন তারা নিজ এলাকার সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। মফস্বল সাংবাদিকদের প্রশিক্ষন দিতে হবে। যাতে তারা ভালো রিপোটিং করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ) মোঃ মিজানুর রহমান।

বিশেষ অতিথি তার বক্তব্যে বলেন, আজকের দিনটি হলো সাংবাদিকদের মিলবন্ধন। আমাদের পুলিশ বাহিনী আইনশৃঙ্খলা বিষয়ে সাংবাদিকদের নিকট থেকে অনেক কিছু জানতে পারে। চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ আজকে এ আয়োজনটি করার জন্য। সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। সাংবাদিকদের মাধ্যমে সমাজের অন্যায় চিত্র তুলে ধরা যায়।

ইউএনবি মফস্বল সম্পাদক ও বাংলা বিভাগের প্রধান সাংবাদিক রাশেদ শাহরিয়ার পলাশের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস-ক্লাবের সভাপতি শহিদ পাটওয়ারী, দৈনিক সমকালের বিশেষ প্রতিবেদক মো: আবু কাউছার ,দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার সম্পাদক প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ইকবাল হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধর, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ও চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সোহেল রুশদী, দৈনিক যুগান্তরের ক্রাইম হেড মিজান মালিক, দৈনিক মেঘনা বার্তার সম্পাদক ও প্রকাশক ও সহসভাপতি গিয়াসউদ্দিন মিলন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক মির্জা জাকির, এনটিভির বিশেষ প্রতিনিধি শফিক শাহীন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো: নুরুল ইসলাম পাটওয়ারী, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, চাঁদপুর ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি একে আজাদ, চাঁদপুর সদর উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আবু সালেহ জিন্নাহ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: জামাল খান, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এ.এইচ এম আহসানউল্লাহ, স্বাস্থ্য ক্যাডারে বিসিএসের সুপারিশ প্রাপ্ত ডাঃ মোঃ মাহবুবুর রহমান, চাঁদপুর জেলার শ্রেষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো: জাকির হোসেন, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: তারেক খান, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব মো: আবু বকর মানিক, ই-লাইব্রেরি ও স্টুডেন্ট কর্নারের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন নাজমুন নাহার।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ৬নং মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলার শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

তিনি তার বক্তব্যে বলেন, মৈশাদী ইউপিকে একটি আলোকিত পরিষদ হিসেবে গঠন করতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রীর জন্য আমি পরিষদকে ডিজিটাল করতে পেরেছি। চাঁদপুরের সাবেক ডিসি স্যার মো: আব্দুস সবুর মন্ডল, সাবেক এসপি শামসুন্নাহার ম্যাডাম,সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল হাই স্যারসহ সাংবাদিক সকলের সহযোগিতায় এ ইউনিয়নের উন্নয়ন হয়েছে। আজকে আমার এক ভাই ডাক্তার হয়েছে বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছে। এটি ইউনিয়নের জন্য গৌরব। আমি শিক্ষার প্রতি অনেক জোর দিয়েছি। এ ইউনিয়নের ২০থেকে ২৫ জনের পড়াশুনার দায়িত্ব আমি নিয়েছি। এখানে ই-লাইব্রেরিতে শিক্ষার্থীদের কম্পিউটার শিখানো হচ্ছে। শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের বই পড়তে পাড়ছে।

অনুষ্ঠানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার ক্রাইম হেড আবুল খায়ের, দৈনিক সমকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি আবু কাওসার, চ্যানেল আই বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি আজিজুর রহমান রিপন, দৈনিক যুগান্তরের শিফট ইনচাজ জনাব জসিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক জাকির মজুমদার, যমুনা টেলিভিশনের সিনিয়র রির্পোটার শাহাদাত হোসেন, দৈনিক আজকের পত্রিকার ক্রাইম রিপোর্টার কাজী ফয়সাল, দৈনিক সংবাদ পত্রিকার স্টাফ রির্পোটার এইচ এম জাকির হোসেন, বাংলা টিভির স্টাফ রির্পোটার আল আমিন, দৈনিক যুগান্তরের অনলাইন সাংবাদিক সৈয়দ আল হাসান শিমুল, একুশে টিভির স্টাফ রিপোর্টার ইবনে নূর শাওন, দৈনিক জনতার সাংবাদিক ফরিদ উদ্দিন, বিডি সমাচারের সম্পাদক ও প্রকাশক মহসিন হোসেন, একাত্তর টেলিভিশনের সাংবাদিক সামছুজ্জামান নাঈম।

এসময় অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রশিদ শেখ, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: তুষার খান, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: আজাদ খান, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুস সাত্তার মাষ্টার, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, চাঁদপুর ফটোজার্নালিস্ট এসোসিয়সনের সাধারণ সম্পাদক তালহা যোবায়ের, ৬নং মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মৈশাদী ইউপি পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি জাহেদা বেগম, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি মেম্বার মো: ফারুক সরকার, ইউপি মেম্বার মোঃ বারেক খান, আবুল হোসেন মনা, হাকিম গাজী, মোঃ কালাম বেপারী, মোঃ দেলোয়ার হোসেন সর্দার, মোঃ মোশারফ হোসেন বেপারি, মোঃ সেলিম, জিলন মেম্বার, ইউপি মহিলা মেম্বার শিল্পী বেগম, সাহিদা বেগম ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: আমির খান, স্টুডেন্ট কর্নারের শিক্ষক মো: হোসেন দেওয়ান। অনুষ্ঠানে মৈশাদী ইউনিয়নের বাসিন্দা স্বাস্থ্য ক্যাডারে বিসিএসের সুপারিশ প্রাপ্ত ডাঃ মোঃ মাহবুবুর রহমানকে সংবর্ধনা প্রদান করেন মৈশাদী ইউনিয়ন পরিষদ । অনুষ্ঠানে তাকে μেষ্ট প্রদান করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ শওকত ওসমান ও চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত ) মোঃ মিজানুর রহমান ।

অনুষ্ঠান শেষে ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংবাদিক ও চাঁদপুরের সাংবাদিকবৃন্দসহ জনপ্রতিনিধি ও স্টুডেন্ট কর্নারের ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ডিজিটাল তথ্য কেন্দ্রের ছাত্র মো: জাবেদ হোসেন ও গীতা পাঠ করেন আখি রানী দাস।

একই রকম খবর