চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের চাঁদপুরস্থ স্টাফ রিপোর্টার বি এম হান্নান গুরুতর অসুস্থ হয়ে চাঁদপুর শহরের সেন্ট্রাল প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গত ১৬ জুলাই মঙ্গলবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে শহরের সেন্ট্রাল হাসপাতাল নামে প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার ডেঙ্গু জ্বরের সংক্রমণ শনাক্ত হয়। স্থানীয় সিনিয়র চিকিৎসক ডা. এ বি এম গোলাম মাহবুব এর অধীনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। বি এম হান্নান এর আশু আরোগ্য কামনা পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।
এদিকে গতকাল শুক্রবার (১৯ জুলাই) তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। এসময় তিনি সাংবাদিক বি এম হান্নান এর দ্রুত আশু আরোগ্য কামনা করেন।
এ সময় সাথে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব এমআই মমিন খান, দৈনিক চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক এএইচএম আহসান উল্লাহ, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সহকারী সম্পাদক আবদুল গনি,মফস্বল সম্পাদক এম এম কামাল , দৈনিক চাঁদপুর কণ্ঠের চীফ ফটোগ্রাফার ইয়াসিন ইকরামসহ সাংবাদিক নেতৃবৃন্দ।