কচুয়ায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কচুয়া প্রতিনিধি : কচুয়ায় ১ বছর ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ডালিম হোসেন শাহজাহানকে (৩৮) গ্রেফতার করেছে থানা পুলিশের একটি চৌকশ দল।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) উপজেলার কড়ইয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান ভূঁইয়ার নির্দেশে এ.এস.আই মফিজুল ইসলাম সঙ্গীয়ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ডালিমকে গ্রেফতার করে। ডালিম নোয়াগাঁও গ্রামের মৃত আব্দুল মমিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ডালিম পুলিশের উপস্থিতি টের পেয়ে তার বাড়ির পাশের পুকুরে ঝাপ দেয় পরে পুলিশের চৌকশ দলটি পুকুরের পানিতে নেমে প্রায় ১ ঘন্টা অভিযান পরিচালনা করে তাকে পুকুর থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রসংগত, সাজাপ্রাপ্ত আসামী হালিমের স্ত্রী ২০১৪ সালে তার স্ত্রী বিবাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় তাকে বিবাদী করে একটি মামলা করে যার সিআর ৪৯০/১৪। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে সাজা দেয়।
গ্রেফতারকৃত আসামী ডালিমকে বুধবার (৫ সেপ্টেম্বর) চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

একই রকম খবর

Leave a Comment