চাঁদপুরে ইয়াবা মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামী আটক

স্টাফ রিপোর্টার ।। চাঁদপুরে মাদক (ইয়াবা) মামলায় সাজা প্রাপ্ত পলাতক আসামী মোবারক হোসেন ওরফে মোবাকে আটক করেছে চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো:শামীম আহসান ও সঙ্গীয় পুলিশ ফোর্স।

শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চাঁদপুর মডেল থানার পুলিশ ৪ মাস পূর্বে সাজা হওয়া পলাতক আসামী মোবারককে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি চাঁদপুর মডেল থানার পুলিশ ইয়াবাসহ পুরানবাজার পূর্বশ্রীরামদী বউ বাজার এলাকার বাসিন্দা মোবারক হোসেনকে আটক করে। সে মামলার স্বাক্ষী প্রমান শেষে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯/১ টেবিল (৯)ক ধারায় গত ২৯-৩-১৮ তারিখে চাঁদপুরের জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট আদালত পুরানবাজার পূর্বশ্রীরামদী বউ বাজার এলাকার মুনসুর সর্দারের ছেলে মোবারক হোসেন ওরফে মোবাকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান ও ১হাজার টাকা জরিমানা করেন। মাদক মামলার সাজা প্রদানের পর আসামী পলাতক ছিল।

চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো:শামীম আহসান ওয়ারেন্ট ভুক্ত আসামী হিসেবে মোবারককে শহরের নতুনবাজার-পুরানবাজার ব্রীজের কাছ থেকে আটক করে আাদালতে পাঠিয়ে দেয় বলে চাঁদপুর মডেল থানা পুলিশ জানান।

একই রকম খবর

Leave a Comment