ইব্রাহীম খান : চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের আয়োজনে সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯ মে শনিবার বিকাল ৪টায় চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ শিক্ষা, সংস্কৃতি সহ সকল ক্ষেত্রে অনেক দূর এগিয়ে রয়েছে। এ ফরিদগঞ্জের মাটিতে অনেক গুনীজনের জন্ম হয়েছে। যারা সর্বদা দেশ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে এ ফরিদগঞ্জ ফাউন্ডেশনও অনেক ভাল ভাল কাজের মাধ্যমে দিন দিন এগিয়ে যাচ্ছে। বিশেষ করে আমার দুটি নির্বাচনে আপনাদের যেভাবে অকুণ্ঠ সমর্থন পেয়েছি তাতে আমি সত্যিই আনন্দিত। আর আমিও সর্বদা চেষ্টা করেছি আপনাদের সেই পবিত্র সমর্থন রক্ষা করার জন্য। এ সময় তিনি আরো বলেন, আসুন আমরা সবাই মিলে দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করি। কেননা আমরা যে যেখানেই জন্মগ্রহণ করি না কেন আমরা সবাই বাংলাদেশী। কাজেই এ দেশ ও দেশের মানুষের কল্যানে কাজ করলে আগামী দিনে আমরা এটা সুফল ভোগ করব।
চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি আবুল কালাম ভ‚ইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত উল্লা ঢালীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটাঃ কাজী শাহাদাত।
এ সময় আরো বক্তব্য রাখেন চাঁদপুরস্থ ফরিদগঞ্জ ফাউন্ডেশনের আজীবন সদস্য ডাঃ হারুন অর রশিদ সাগর, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, হাফেজ আহমেদ, আলী আহমেদ মিয়াজী, সাবেক সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, অধ্যাপক মোশারফ হোসেন লিটন, বর্তমানসহ-সভাপতি এড. সাইয়েদুল ইসলাম বাবু, কার্যকরী সদস্য জসিম উদ্দিন শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক এড. এমরান হোসেন, আজীবন সদস্য অধ্যাপক মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক আহসানুজ্জামান মন্টু, এড. আঃ সাত্তার, আমিনুল্লাহ শেখ, আনোয়ার উল্লা, আলী আক্কাছ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও. মোস্তাফিজুর রহমান।